9 Mobile Phone Tips: ফোন ভালো রাখার উপায়

আমরা এখন প্রত্যেকেই কোন না কোন বিশেষ কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করছি । কিন্তু বেশ কিছুদিন ফোনটি ইউজ করার পর আমরা লক্ষ্য করি ফোন স্লো ও ফোন হ্যাং এবং ফোন গরম হয়ে যাওয়া ইত্যাদি , এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি । এই ধরনের সমস্যার সম্মুখীন যদি না হতে হয় তাহলে আমাদের কি করা উচিত সম্পূর্ণভাবে তা জানবো

ফোন ভালো রাখার উপায়

#১ মোবাইলকে নিয়মিত রিস্টার্ট করতে হবে

আমরা যখন নিয়মিত মোবাইল ইউজ করি তখন আমাদের অজান্তেই আমাদের ফোনে অনেক ইস্যু থাকে কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না এবং আমরা লক্ষ্য করি যে কোন সময় ফোন চার্জের সময় নির্দিষ্ট সময় থেকে বেশি সময় লাগে চার্জ হতে তাই এসব সমস্যা সম্মুখীন না হতে হলে আমাদের ফোনকে নিয়মিত রিস্টার্ট করতে হবে। আমাদের ফোনের জীবন বাড়াতে রিস্টার্ট করা একটি অন্যতম ভূমিকা পালন করে

#২ অরজিনাল চার্জার ব্যবহার করতে হবে

আমরা প্রত্যেকেই জানি আমরা যখন একটি নতুন মোবাইল ক্রয় করি তখন তার সাথে অরিজিনাল চার্জার আমরা পাই । কিন্তু কোনদিন যদি আমাদের সেই চার্জারটি খারাপ হয়ে যায় বা হারিয়ে যায় তারপর আমরা দোকান থেকে চার্জার কিনে সেটা ব্যবহার করি । এই চার্জারটি যদি উন্নত মানের এবং কোয়ালিটি সম্পন্ন যদি না হয় তাহলে আমাদের মোবাইলের ব্যাটারি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তাই চার্জার কেনার সময় মনে রাখতে হবে সেই চার্জারটি যেন অরজিনাল হয় বা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের হয় । এবং আমাদের এটাও মনে রাখতে হবে সে চার্জার যে আউটপুট দিচ্ছে বা মোবাইলের সাথে ম্যাচ হচ্ছে কিনা তা দেখে নিতে হবে ।

#৩ নিয়মিত অ্যাপ আপডেট করতে হবে

আমাদের ফোনের স্পিড বজায় রাখতে অ্যাপ আপডেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপডেটের দিকে বিশেষ নজর রাখতে হবে আমাদের ফোনে অনেক রকমের অ্যাপস রয়েছে তার মধ্যে এমন কিছু অ্যাপস আছে যেগুলোকে না আপডেট করলেও চলে, কিন্তু কিছু এত যেগুলো আপডেট করতেই হবে । এটি করলে আমরা মোবাইল ব্যবহারের সময় একটি স্মুথ পারফরমেন্স পাব

#৪ ফোনের চার্জিং পোর্ট ও হেডফোন পোর্ট পরিষ্কার রাখতে হবে

আমরা সকলেই জানি চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট মোবাইলের একটি সেনসিটিভ পার্ট । কারণ চার্জিং পোর্ট আমাদের ফোনে সিস্টেম এর সাথে কানেক্ট থাকে এর জন্যই আমরা চার্জিং পোর্ট আমাদের ল্যাপটপ এবং কম্পিউটারের সাথে ব্যবহার করে ডাটা ট্রান্সফার করতে পারি। তাই চার্জিং ও হেডফোন পোর্টকে আমাদের নিয়মিত পরিষ্কার রাখতে হবে । এবং আমাদের উন্নত মানের ডাটা কেবল ব্যবহার করতে হবে । কারণ আমরা যদি কম দামের বা ন্যূনতম মানের ডাটা কেবল ব্যবহার করি, সেই নূন্যতম মানে ডাটা কেবলের বিল্ড কোয়ালিটি অতটা ভালো থাকে না। এর কারণে আমরা চার্জার পিন নষ্ট হতে পারে ।

আমাদের মনে রাখতে হবে আমাদের ফোনের চার্জিং পোর্টে যেন কোনো লবণ জাতীয় পদার্থের ছোঁয়া না লাগে । কারণ আমরা জানি যে লবণ জাতীয় পদার্থ তড়িৎ প্রবাহের সক্ষম এ লবণ জাতীয় পদার্থ যদি আমাদের চার্জার ভোটে কোন ভাবে প্রবেশ করে তাহলে আমাদের ফোনের সফটওয়্যার সাথে সাথে ক্রাশ হয়ে যেতে পারে।

#৫ ফোনে যথেষ্ট পরিমাণে স্টোরেজ খালি রাখতে হবে

ফোন হ্যাং ও স্লো হয়ে যাওয়ার একটি বড় কারণ হলো স্টোরেজ ভরে যাওয়া । এর জন্য আমাদের ফোনের ফোন মেমোরি ও এসডি কার্ড দুটোতেই স্পেস খালি রাখতে হবে । যাতে আমাদের ফোন দ্রুত ডাটার রিট এবং রাইট করতে পারে এবং আপনার ফোনের ইউজিং এক্সপেরিয়েন্স কে আরো ভালো করে তোলে ।

আপনার ফোন মেমোরি যদি বেশি ক্যাপাসিটি না হয় তাহলে আপনি পেনড্রাইভ বা এসডি কার্ডে ব্যবহার করতে পারেন। এবং এতে আপনি আপনার ফোনে থাকা লার্জ ফাইল গুলোকে আপনি পেনড্রাইভে সেভ রাখতে পারেন

#৬ অদরকারি অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপস এদের থেকে দূরে থাকতে হবে

আমরা সাধারণত আমাদের ফোনের জন্য অ্যাপস প্লে স্টোর বাট অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করে থাকি। কিন্তু কোন সময় দেখা যায় প্লে স্টোরে কিছু কিছু অ্যাপস যেগুলো প্রিমিয়াম ছাড়া আমরা ইউজ করতে পারি না । প্রিমিয়াম অ্যাপস এর অনুভূতি নেওয়ার জন্য আমরা সব ভুলে গিয়ে google থেকে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে ফেলি।

গুগল থেকে ইন্সটল করা এই অ্যাপস গুলো আমাদের ফোনের জন্য খুবই ক্ষতিকর । এই অ্যাপসগুলি আমাদের ফোনকে দিন দিন স্লো করে । এই অ্যাপ গুলোকে সাধারণত আনঅফিসিয়াল অ্যাপস বলে । আর এরকমই কিছু আয়ান অফিসিয়াল অ্যাপস এর কারণে আমাদের ফোনের সমস্ত ডাটা চুরি ও আমাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা দেখা দেয় ।

ফোনে কোন অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা উচিত নয় । এবং যদিও থাকে তাহলে সেটিকে ডিলিট করা উচিত। এবং আমাদের সবসময় নিরাপদ প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ইন্সটল করতে হবে ।

#৭ অতিরিক্ত গরম থেকে ফোনকে দূরে রাখতে হবে

অনেক সময় আমরা লক্ষ্য করি আমাদের ফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে এর পিছনে অনেক কারণ হতে পারে আপনার ফোনে অত্যাধিক লোড ওয়েদারের গরম এবং কিছু সফটওয়্যার প্রবলেম এসব বাড়ানোর জন্য আপনার ফোন গরম হতে পারে। তাই আমাদের উচিত ফোনকে সবসময় নরমাল টেম্পারেচার জায়গায় রাখা এবং ফোনকে চার্জে বসানোর আগে একবার রিস্টার্ট করে নেওয়া ।

#৮ ফোনের ব্যাটারির যত্ন নিতে হবে

ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে হলে আপনাকে ফোন চার্জে দিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে । কারণ ফোন চার্জে দিয়ে ব্যবহার করলে ফোনের ফোনের সার্কিট অনেকটা গরম হয়ে যায় এবং ব্যাটারির ওপরে অনেকটা চাপ পড়ে । এবং আমরা অনেক সময় শুনে থাকি ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহারে ফোনের ব্যাটারি ব্লাস্ট হয়ে ব্যবহারকারী মারাত্মক জখম হয়ে থাকে ।

#৯ ভালো কোয়ালিটির মোবাইল কেস ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে হবে

আমরা আমাদের ফোনকে যে কোন সময় ব্যবহার করে থাকি তাই এই অবস্থাতে আমাদের বিশেষ ঝুঁকি থাকে আমাদের ফোন যেকোনো সময় হাত থেকে পড়ে গিয়ে ভেঙ্গে বা স্কিন ফেটে যেতে পারে, আমাদের ফোনের আয়ু বাড়াতে এবং ফোনকে বিভিন্ন ড্যামেজ থেকে দূর রাখতে আমাদের ভালো কোয়ালিটির মোবাইল কেস এবং স্কিন প্রটেক্টর ব্যবহার করতে হবে । এবং আপনাকে স্কিন প্রটেক্টর ও মোবাইল কেসের কোয়ালিটি আপনি ফ্লিপকার্ট ও আমাজনেও চেক করে নিতে পারবেন ।

পরিশেষে

আমাদের দৈনন্দিন ব্যবহারিক মোবাইলকে ভালো রাখতে হলে আমরা যদি এই টিপস গুলো মাথায় রাখি তাহলে আমাদের ফোন দ্রুত খারাপ বা কোন সমস্যা দেবে না । আশা করি সব তথ্য দিয়ে আপনাদের মোবাইল ভালো রাখার টিপস গুলো শেয়ার করতে পেরেছি এবং এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই শেয়ার করবেন

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.