আপনি কি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য HD ব্যাকগ্রাউন্ড ফটো খঁজছেন?
সঠিক জায়গায় এসেছেন।
এখানে ডিএসএলআর কোয়ালিটি একাধিক ফটো ব্যাকগ্রাউন্ড পিকচার শেয়ার করা হয়েছে। যেমন – নেচার, টেক্সচার, আধুনিক শহর-নগর , সলিড রং, ডিজাইন ও অন্যান্য। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের পাশাপাশি, আপনি এই ছবিগুলিকে ব্যানার ও পোস্টার ডিজাইন এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
এছাড়া, কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চেঞ্জ করবেন, তার একটি সহজ উপায় এই আর্টিকেলের শেষে বলা হয়েছে।
বিষয়সূচী
সঠিক ব্যাকগ্রাউন্ড ফটো নির্বাচন ***
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে একটি ভুল অনেকেই করে, তা হল অসঙ্গত ব্যাকগ্রাউন্ড নির্বাচন। কেমন ব্যাকগ্রাউন্ড দরকার সে ব্যাপারে আপনি কি স্থির? তাহলে আর বলার প্রয়োজন হবে না!
উপযুক্ত ব্যাকগ্রাউন্ড পিকচার খোঁজার সময় এ বিষয়গুলি মাথায় রাখবেনঃ
- ছবির অ্যাঙ্গেলঃ যদি আপনার ছবি লো অ্যাঙ্গেল থেকে তোলা থাকে, তবে ব্যাকগ্রাউন্ড ফটোর অ্যাঙ্গেলও তেমন থাকা উচিত। অ্যাঙ্গেল না মিললে দেখতে ফেক মনে হবে।
- অনুভবের মিলঃ ফটোর মাধ্যমে আপনি যে অনুভূতি দিতে চান সেটা কি ব্যাকগ্রাউন্ড ছবিতে রয়েছে? যেমন- শান্ত অনুভবের জন্য প্রকৃতি, আধুনিক অনুভবের জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে শহরের ছবি।
- লাইট ও ব্রাইটনেসঃ আপনার ছবিতে লাইট কোন দিক থেকে আসছে এবং তা কতটা তীব্র, তা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাকগ্রাউন্ড ও ফরগ্রাউন্ড ছবির ক্ষেত্রে একই থাকা উচিত। যদিও এডিটিং এর মাধ্যমে কিছুটা পরিবর্তন সম্ভব।
- ব্যাকগ্রাউন্ড কালারসঃ ব্যাকগ্রাউন্ড ছবিতে কালার কম থাকাই ভালো, অন্যথায় ছবির সাবজেক্টের ওপর ফোকাস হবে না।
- ছবির কোয়ালিটিঃ ব্যাকগ্রাউন্ড ছবি HD হলে, আপনার ছবিও হাই রেজুলেশন হওয়া উচিত। তাই সম্ভব হলে ডিএসএলআর ব্যবহার করুন।
ওপরে উল্লেখিত বিষয়গুলির ওপর যথাসম্ভব লক্ষ্য রেখে আমরা সেরা ব্যাকগ্রাউন্ড ছবিগুলো এখানে বাছাই করেছি।
এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য ফোনের সেরা ফটো এডিটর ব্যবহার করুন। ফোন দ্বারা এডিটিং এর জন্য PicsArt এবং কম্পিউটারের জন্য PhotoShop উপযুক্ত হবে।
প্রথমে চলুন, এডিটিং এর জন্য কিছু ব্যাকগ্রাউন্ড ফটো ও পিকচার দেখা যায়।
ছবি এডিট করার HD+ ব্যাকগ্রাউন্ড পিকচার
এখানে প্রকৃতি, শহর, গাড়ি, সলিড কালার ও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে।
মোবাইল দিয়ে ফটো সেভ করার জন্য, ফটোর উপর টিপে ধরে রেখে তা করতে পারে। কম্পিউটারের ক্ষেত্রে ছবির উপর রাইট ক্লিক করে Save Image করুন।