বং জ্ঞানে আপনাকে স্বাগতম!
বং জ্ঞান একটি বাংলা শিক্ষামূলক ব্লগ। এখানে বিশেষভাবে টেকনোলজি ও অন্যান্য জ্ঞানমূলক বিষয়ে তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য বাংলা তথ্য দ্বারা ইন্টারনেটকে সমৃদ্ধ করা ও সকল বাঙ্গালীদের জন্য উপযোগী করে তোলা।
বাঙালিরা পড়তে ভালোবাসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই! তবে ইংরেজির মত বাংলাতে ইন্টারনেট তেমনভাবে পরিপূর্ণ না, প্রায় সব বিষয়েই তথ্যের অনুপস্থিতি ও অসম্পূর্ণতা রয়েছে।
তাই Bonggyan.in সংকল্প নিয়েছে ইন্টারনেটে বাংলা তথ্যের যথাসম্ভব যোগান দিয়ে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার।
বর্তমানে আমরা টেকনোলজি সম্বন্ধে লেখালেখি করি, তবে পরবর্তীতে অন্যান্য বিষয়গুলিও যোগ দেওয়া হবে। যদি আপনি তথ্য প্রযুক্তি সম্বন্ধে জানতে ভালবেসে থাকেন তবে বং জ্ঞানকে ফলো করতে পারেন।
বং জ্ঞানের পরিচালক
DK John
Koushik Ghosh
আমি DK, বং জ্ঞানে প্রতিষ্ঠাতা। একটি বাংলা ব্লগ শুরু করার কথা দীর্ঘদিন থেকেই ভাবছিলাম, অন্তিমে বং জ্ঞানের সূচনা করি। তবে এই ব্লগটি শুরু করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছে কৌশিক। বর্তমানে আমরা দুজন মিলেই আমার-আপনার বং জ্ঞানকে সমৃদ্ধ করছি।
বং জ্ঞানকে ইন্টারনেটের শ্রেষ্ঠ বাংলা তথ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।
আমাদের জন্য কোনো পরামর্শ বা প্রশ্নে থাকলে যোগাযোগ করুন।
ধন্যবাদ!