আমি জানি আপনি আপনার Androied ফোন এ Setting Menu Scroll করার সময় Bluetooth Tethering নামের এই অপশন টি দেখেছেন! কিন্তু আপনি কি জানেন
এই Bluetooth Tethering এর মাধ্যমে Android ফোন ব্যবহারে বিশেষ সুবিধা পেতে পারেন ?
Bluetooth Tethering কি ?
আমরা এতদিন bluetooth এর মাধ্যমে শুধু মাত্র ( ছবি , গান , ভিডিও ,)এসব ই আদান প্রদান করেছি ! কিন্তু bluetooth এর মাধ্যমে যে আমরা ইন্টারনেট ব্যাবহার করতে পারি এই ব্যাপারে আমাদের বিশেষ ধারণা নেই ! তাই আমরা কোনো Device কে ইন্টারনেট সংযুক্ত করার সময় আমরা Wifi Hotspot বা ইউএসবি Tethering মাধ্যেমে করে থাকি ! যাইহোক , ইউএসবি Tethering সাথে ব্লুটুথ Tethering বেশ কিছু মিল আছে ! এবং এটি ব্যাবহার করে যেকোনো ডিভাইস এর সাথে নেট শেয়ার করতে পারবেন
কিন্তু পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে , Bluetooth Tethering এই অপশন টি থাকলেও শুধু মাত্র ডাটা ভাগ করে নেওয়ার অনুমতি দেয়! অতএব এখন সবার কাছেই নতুন মডেলের অ্যান্ড্রয়েড ফোন থাকে
তাই আপনি অন্য একটি ডিভাইস কে ইন্টারনেট এর সাথে সংযুক্ত করতে আপনি ব্লুটুথ টিথারিং ব্যাবহার করতে পারেন
আপনার মনের এখন বিশেষ ভাবে প্রশ্ন জাগতে পারে যে Wifi Hotspot er মতো এত সহজ উপায় থাকতে আপনি Bluetooth Tethering এই অপশন টি কেনো ব্যাবহার করবেন ?
আসুন জেনে নেই আমরা Bluetooth Tethering ব্যাবহার কখন করবো ! কয়েকটি ব্যবহারের ক্ষেত্রের বিশেষ আলোচনা করি
Bluetooth Tethering – কখন ব্যাবহার করবেন ?
মনে করুন কোনো এক সময়ে কেউ আপনাকে মোবাইল হটস্পট এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে বলে! কিন্তু আপনি আপনার হটস্পট এর পাসওয়ার্ড কাউকে শেয়ার করতে চাননা !
তখন আপনি Bluetooth Tethering এর মাধ্যমে internet সংযোগ দিতে পারেন ! আপনি দীর্ঘক্ষণ ব্যাবহারের ক্ষেত্রে এটি ব্যাবহার করতে পারেন
Bluetooth Tethering-আপনি ফোনের ব্যাটারি সংরক্ষণ করতে চান ?
ফোনের ব্যাটারি বেশিক্ষণ ধরে সংরক্ষণ করার জন্য আপনি এটি ব্যাবহার করতে পারেন
কারণ ‘ মোবাইল হটস্পট ব্যাবহারের সময় খুব দ্রুত আমাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় ! এর জন্য আমরা বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকি ! এই পরিস্থিতিতে ব্লুটুথ টিথারিং ব্যাবহার করা অনেক লাভজনক এবং বুদ্ধিমানের কাজ
যখন কোনো ফোন Wi-Fi Hotspot এ Wi-Fi শেয়ারিং সাপোর্ট করেনা
কোনো সময় আমরা লক্ষ্য করি যে পুরোনো androied ফোন গুলো WiFi এর মাধ্যমে Internet ব্যাবহার করার অনুমতি দেয় না ! এর মানে আপনি সেই ডিভাইস গুলোর সাথে আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেনা!
এই ধরেনের পরিস্তিতি তে আপনার কাছে BLUETOOTH TETHERING এর মতো একটি সহজ উপায় রয়েছে
এটি ব্যাবহার করে আপনি জরুরি অবস্থায় কাজ গুলো করে নিতে পারবেন
আসুন দেখে নেই কিভাবে আমরা ব্লুটুথ তেথারিং এর মাধ্যেমে ইন্টারনেট সংযুক্ত করবো
নিচের ছবি গুলো কে লক্ষ করে সেট আপ করতে পারেন
Bluetooth er মাধ্যমে কিভাবে Wifi সংযুক্ত করবেন ?
আপনার ফোনের ব্লুটুথ চালু করুন