অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন কিভাবে আপডেট করবেন ? [2023]

আপনি কি একটি Android ফোন ব্যবহার করছেন? সেক্ষেত্রে আপনার মোবাইলের Android Version কি, তা অবশ্য জানা থাকা উচিত।

সাধারণত লোকেরা ফোন ব্যবহার করলেও এব্যাপারে বিন্দুমাত্র গুরুত্ব দেয় না। তবে এতে শুধুমাত্র ফোনের সক্ষমতায় জানা যায় না, বন্ধুদের সাথে তর্কবিতর্কে নিজেকে এক্সপার্টও মনে হয়।

একটি ফোনের ক্ষমতা ও কার্যকারিতা অনেকটা নির্ভর করে তার Operating System (OS) এর উপর।

সময়ের সাথে বিভিন্ন সফটওয়্যার আপডেটের পাশাপাশি অ্যান্ড্রয়েড যোগ হয়েছে বিভিন্ন ফিচারস। তাই পুরনো দামি ফোনগুলিতে অনেক কিছুই করা যায় না, যা নতুন সস্তা ফোনগুলি দ্বারা সম্ভব।

অবশ্য এতে হার্ডওয়ারের ভূমিকাও যথেষ্ট রয়েছে।

তাছাড়া Latest ফোনের সাথে আসে উন্নত মানের Security ব্যবস্থা, যা আপনাকে Hack ও অন্যান্য সাইবার দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য তৈরি।

আজ আমরা এ বিষয়েই চোখ রাখব, যে কিভাবে আপনি ফোনের এন্ড্রয়েড ভার্সন জানতে পারবেন এবং Software, সিকিউরিটি Patch আপডেট বসাবেন।

আরও পড়ুনঃ

কিভাবে Android মোবাইলের সফটওয়্যার ভার্সন দেখবেন


Android মোবাইলের সফটওয়্যার ভার্সন দেখার পদ্ধতি সাধারণত সব ফোনেই এক হয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের ইউজার ইন্টারফেস (UI) বিভিন্নতার, সামান্য আলাদা হতে পারে। উদাহরণ হিসেবে আমি একটি Samsung এর ফোন ব্যবহার করছি।

তবে যেকোনো ব্র্যান্ডিই হোক না কেন, এই গাইডটি পড়ার পর আপনি এন্ড্রয়েড ভার্সন দেখায় এক্সপার্ট হয়ে যাবেন।

আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।

যাই হোক চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক:

  1. প্রথমে আপনাকে ফোনের সেটিংস এ চলে যেতে হবে। এর জন্য আপনি App Drawer থেকে Settings অ্যাপ টি খুলে নিন।

    সেটিংস এর Icon টি দেখতে গোল চাকার মত। ফোনের থিম অনুযায়ী Icon টিকে দেখতে আলাদা হতে পারে, তাই গুলিয়ে ফেলবেন না!

    Opening Setting App from the app drawer to check the android version
  2. এখন সমস্ত অপশনগুলি কে Scroll করে নিচে চলে যান। সেখানে রয়েছে “About Phone” নামে একটি অপশন। এই অপশনটিতে ক্লিক করুন।

    এটি সাধারণত সবচেয়ে নিচে থাকে।
    About Phone Option in Settings to check android version
  3. অনেক ফোনের ক্ষেত্রে আপনি এখানেই Android Version লেখা দেখতে পেয়ে যাবেন। খুঁজে পাচ্ছেন না?

    তবে অবশ্যই সেখানে “Software Information” বা এমনই কিছু অনুরূপ অপশন থাকবে, সেখানে ক্লিক করুন।
    Software Information in Samsung phones one ui 5
  4. এবার হয়তো আপনি ফোনের এন্ড্রয়েড ভার্সন স্পষ্ট দেখতে পাচ্ছেন!
    Here is your android version written. For my case it's Android 13. This option is available inside software information option of Samsung phones runs on one ui 5

Pro Tip: আপনি যদি “Android Version” লেখা অপশনটিকে খুব দ্রুত তিনবার ক্লিক করেন তাহলে একটি মজাদার উইন্ডো খুলে যাবে। ভিডিওতে দেখুন

অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে আপডেট করবেন (সফটওয়্যার আপডেট)

আপনি কি একটি অত্যাধিক পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন? তবে হয়তো আপডেট পাওয়া সম্ভব না।

লেটেস্ট সফটওয়্যার আপডেট পাওয়া যাবে কিনা সেটা নির্ভর করে ফোনের হার্ডওয়ার ও ব্র্যান্ড এর ওপর।

পুরনো ফোনের হার্ডওয়ারের অক্ষমতার কারণে, লেটেস্ট সফটওয়্যার এর সাথে পূর্ণ মানে কাজ করতে পারে না।

তাছাড়া অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলো ফোন লঞ্চের কয়েকবছর পর আপডেট দেওয়াও বন্ধ করে দেয়। যদিও অ্যাপেল আইফোনের জন্য দীর্ঘদিন ধরে আপডেট রিলিজ করছে।

তাই ফোন কেনার সময় অবশ্যই জেনে নেবেন, পরবর্তী কত বছর অব্দি সফটওয়্যার আপডেট দেওয়া হবে।

যাইহোক ফোনের কোন লেটেস্ট আপডেট এসেছে কিনা, তা আপনি খুব সহজেই চেক করে নিতে পারেন। তবে এর জন্য ইন্টারনেটের প্রয়োজন, তাই কোন WIFI বা মোবাইল ডাটা কানেক্ট করে নিন।

চলুন দেখা যাক, তা কিভাবে চেক করা হয়ঃ

  1. সফটওয়্যার আপডেট করার ক্ষেত্রে, প্রথমে “Settings App” টি খুলে নিতে হবে।
  2. এবার নিচে স্ক্রল করে আসলে আপনি “Software Update” অপশনটি পাবেন। এটি খুলুন।

    বর্তমানে বেশিরভাগ ফোনের নিচের দিকে এই অপশনটি থাকে। খুঁজতে অসুবিধা হলে, সেটিংস অ্যাপ ভেতরের সার্চ অপশনটিও ব্যবহার করা যেতে পারে।
    Checking software update in samsung one ui 5
  3. এখান থেকে ফোনের কোন লেটেস্ট সফটওয়্যার আপডেট আছে কিনা তা চেক করা যায়। আর আপডেট থাকলে তা ডাউনলোড ও ইনস্টল করা যাবে।
    Bong Gyan - ফোনের এন্ড্রয়েড ভার্সন কিভাবে চেক করা হয় ও আপডেট করা হয়। স্যামসাংয়ের ফোনে সিস্টেম সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল
Samsumg s20 fe 5g latest software downloading January 2023
আপডেট প্যাকেজ ডাউনলোড হচ্ছে। Samsung S20 FE

কি, ব্যাপারটা খুব সহজ না?

Android এর ভার্সন সমূহ ও তাদের নাম

অ্যান্ড্রয়েডের বিভিন্ন version কে আলাদা-আলাদা নাম দেওয়া হয়েছে। এই নামগুলো জানা থাকলে নিজেকে বুঝতে এবং অন্য কাউকে বোঝাতে সুবিধা হবে। জানতে চান?

নামগুলো শুনলে হয়তো বিভিন্ন ক্যান্ডির কথা মনে পড়বে। তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, ইংরেজি বর্ণমালা অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।

যদিও 2008 সালে HTC দ্বারা Android Version 1.0 এর সাথে প্রথম ফোন লঞ্চ করা হয়। তবে নিম্নলিখিত লিস্টে বর্তমানে সম্ভাব্য Version 4.1 থেকেই উল্লেখ করলাম।

যাই হোক একবার দেখে নেওয়া যাকঃ

Version NameVersion NumberFirst Release
Android Jelly Bean4.1 – 4.3.12012
Android KitKat4.4 – 4.4.42013
Android Lollipop5.0 – 5.1.12014
Android Marshmallow6.0 – 6.0.12015
Android Nougat7 – 7.1.22016
Android Oreo8 – 8.12017
Android Pie92018
Android 10102019
Android 11112020
Android 12122021
Android 13132022
Android 1414Q3 2023
এন্ড্রয়েড ভার্সন সমূহ, তাদের নাম এবং রিলিজের বছর


আশা করি সম্পূর্ণ গাইডটি অনুসরণ করার পর আপনি খুব সহজেই ফোনের এন্ড্রয়েড ভার্সন জানতে পেরেছেন। তার পাশাপাশি সফটওয়্যার আপডেটিও করে ফেলেছেন।

অনেক সময় দেখা যায়, সফটওয়্যার আপডেট করাতে ফোনের পারফরম্যান্স আগের তুলনায় খারাপ হয়ে যায়। তাই আপডেট আসলেই অবশ্যই একবার খোঁজ নিয়ে দেখবেন।

এই প্রসেস গুলো ফলো করতে গিয়ে কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Photo of author
DK John
আমি একজন ব্লগার, ফ্রিল্যান্সার এবং বং জ্ঞানের প্রতিষ্ঠাতা। তথ্যপ্রযুক্তি সম্বন্ধে নতুন কিছু জানতে আমার খুব ভালো লাগে, যা এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি।

2 thoughts on “অ্যান্ড্রয়েড ফোনের ভার্সন কিভাবে আপডেট করবেন ? [2023]”

    • যদি মনে করেন এন্ড্রয়েড ভার্সন কম থাকার কারণে এই সমস্যা দিচ্ছে, তাহলে প্লে স্টোরে স্টোরে ইনস্টল অপশনটি থাকবে না। এছাড়াও সেখানে লেখা থাকবে কেন এই সমস্যা হচ্ছে।

      ইন্সটল করার ক্ষেত্রে আপনার কি সমস্যা হচ্ছে?

      Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.