ইন্টারনেট জগৎ থেকে যেকোনো তথ্য জানতে সবার প্রথমে আমাদের ব্রাউজারের সাহায্য নিতে হয় । আমরা আমাদের মোবাইল এবং কম্পিউটারে ভিন্ন ধরনের ব্রাউজিং অ্যাপ ব্যবহার করে থাকি । এত ধরনের ব্রাউজার অ্যাপ থাকা সত্ত্বেও বিভিন্ন ফিচারের সুবিধা এবং আকর্ষণীয় ইন্টার ফেজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গুগল ক্রোম ব্রাউজার। তাই আজাকে গুগল ক্রোম এর তিনটি টিপস শেয়ার করেছি।
আরও পড়ুনঃ
গুগল ক্রোম এর তিনটি টিপস
যদি আমরা গুগল ক্রমে কয়েকটি বিশেষ টিপস ব্যবহার করি তাহলে আমরা আরো আরো সুবিধা পাব গুগল Chrome ব্যবহারের ক্ষেত্রে, এই বিশেষ তিনটি টিপস আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব।
গুগল ক্রোমে সার্চ ইঞ্জিন ডাক ডাক গো (Duck Duck Go)
আমরা ইন্টারনেট জগতে ব্রাউজিং করে যা পেতে চাই বা জানতে চাই এতে আমাদের সাহায্য করে সার্চ ইঞ্জিন । আমরা বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিনের নাম শুনেছি। google অবশ্যই নিজেই একটি সার্চ ইঞ্জিন। কিন্তু আজ আরেকটি সার্চ ইঞ্জিনের ব্যাপারে জানব সেটি হল সার্চ ইঞ্জিন (Duck Duck Go)
আপনি যদি এই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চান তাহলে তাহলে সবার প্রথমে আপনাকে google ক্রমের সেটিং এ যেতে হবে। তারপর আপনি একটু নিচেই সার্চ ইঞ্জিন বলে একটি অপশন দেখতে পাবেন সে অপশনে ক্লিক করবেন তারপর সেখানে ডাক ডাক গো সার্চ ইঞ্জিন সিলেক্ট করে নেবেন ।
এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি পাবেন বিশেষ কিছু সুবিধা –
প্রথমত: আপনি এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করার পরে আপনার করা সার্চ গুলি সার্চ হিস্টোরিতে সেভ হবে না। এটি একটি বিশেষ সুবিধা । আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে কি সার্চ করছেন তা অন্য কেউ দেখতে পাবে না।
দ্বিতীয়ত: আপনি যখন এই সার্চ ইঞ্জিনটির মাধ্যমে কিছু সার্চ করবেন তখন আপনি কোন অ্যাড দেখতে পাবেন না এটি আরও একটি অসাধারণ এই সার্চ ইঞ্জিনের সুবিধা । কারণ আমরা ব্রাউজিং এর সময় লক্ষ্য করি বিভিন্ন ধরনের এড আমাদের স্ক্রিনের উপরে ভাসমান অবস্থায় চলে আসে। কিন্তু আমরা জানি না সেই অ্যাড কতটা সুরক্ষিত । ভুলবশত যদি সেই অ্যাডের ওপরে ক্লিক হয়ে যায় এবং সে এডটি যদি কেউ স্ক্যাম করার জন্য দিয়ে থাকে তাহলে আমাদের প্রাইভেসি অনেকটা অসুরক্ষিত হয়ে যেতে পারে । কারণ আমরা আমাদের ফোনে এখন google পেটিএম ফোন পে এসব পেমেন্ট ব্যবহার করছি এবং সেই পেমেন্ট অ্যাপের সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে লিংক আছে। তাই এই ধরনের এড গুলো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ।
তৃতীয়ত: এই সার্চ ইঞ্জিন ব্যবহারের পর থেকেই আপনি যে আরেকটি বিশেষ সুবিধা পাবেন সেটি হল, ধরুন আপনি কিছু সার্চ করছেন কিন্তু আপনি জানেন না কোন ওয়েবসাইটটি সুরক্ষিত বা কোনটি অসুরক্ষিত । কিন্তু এই সার্চ ইঞ্জিন এতটাই আধুনিক যে আপনি সার্চ করার সময় যদি কোনো অসুরক্ষিত ওয়েবসাইটে আপনি ক্লিক করে থাকেন এবং এই সার্চ ইঞ্জিন যদি মনে করে সেই ওয়েবসাইটটি সুরক্ষিত নয় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটে ভিজিট করার পারমিশন দেবে না।
যদি ওয়েবসাইটটি সুরক্ষিত থাকে তাহলে সেটাতে আপনি প্রবেশ করতে পারবেন। এতে আপনি নিজের প্রাইভেসি নিয়ে সবসময় নিশ্চিত থাকতে পারবেন ।
ইনহান্স প্রোটেকশন
এই ফিচারটি এনাবেল করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোমের সেটিং এ যেতে হবে তারপর আপনাকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আপনি দ্বিতীয় নাম্বারে সেভ ব্রাউজিং বলে একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটিতে ক্লিক করলে আপনি সেখান থেকে ইনহান্স প্রটেকশন এই অপশনটি এনেবল করতে পারবেন ।
গুগল ক্রোমে রয়েছে ইনহান্স প্রটেকশন এর মত ফিচার । আপনাকে এখনই এনাবেল্ড করা উচিত এই ফিচার। এই প্রটেকশনটি অন করার পরে আপনি সার্চ ইঞ্জিনে যা কিছুই সার্চ করুন না কেন যেই সাইট গুলো পুরোপুরি ভাবে সুরক্ষিত এই প্রটেকশন আপনাকে সেই সাইটগুলোতেই নিয়ে যাবে।
এই সাইডগুলো অসুরুক্ষিত এবং যে সাইটগুলোতে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে যেটি আপনার ফোন বা আপনার কম্পিউটারকে স্লো করতে পারে সেই ধরনের ওয়েবসাইটে আপনাকে এটি নিয়ে যাবে না অর্থাৎ সে ধরনের ওয়েবসাইট আপনি দেখতে পাবেন না। এতে আপনার প্রাইভেসি এবং আপনার ফোন এবং কম্পিউটার দুটোই সুরক্ষিত থাকবে।
অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন
এই সিকিউরিটি ফিচারটি অন করার জন্য আপনাকে গুগল ক্রোমের সেটিং এ যেতে হবে তারপর আপনাকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আপনি তৃতীয় নম্বর স্থানে দেখতে পাবেন অলওয়েজ ইউজ সিকিওর কানেকশন ( Alweys use secure connections) . আপনি এই অপশনটিতে ক্লিক করবেন সাথে সাথে এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে
আপনি এনাবেল করলে গুগল ক্রোম আপনাকে শুধুমাত্র সুরক্ষিত অ্যাপস সুরক্ষিত এক্সটেনশন ইনস্টল করার পারমিশন দেবে। এবং আপনি যা কিছু সার্চ করবেন তখন শুধু সুরক্ষিত অ্যাপস, এক্সটেনশন ইনস্টল করতে পারবেন, এবং এই ফিচারটি ইন্টারনেট জগতে থাকা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ এবং যে অ্যাপসগুলি আমাদের ফোন ও কম্পিউটার কে স্লো করে দেয় সেই ধরনের অ্যাপস গুলি থেকে আপনাকে দূরে রাখবে।
পরিশেষে
আশা করি গুগল ক্রোম এর এই তিনটি টিপস আপনাদের খুবই ভালো লেগেছে এই ধরনের নতুন নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এবং এই তিনটি টিপসের মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ।