ধাঁধা 127
ধাঁধা প্রশ্নঃ সবসময় সে চলতে থাকে কারোর জন্য অপেক্ষা করে না - সে কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ সময়
ধাঁধা 124
ধাঁধা প্রশ্নঃ তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে বলো তো সে কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ টাওয়েল/গামছা।
ধাঁধা 123
ধাঁধা প্রশ্নঃ এমন একটি ফুল যে হয়, উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ লিলি ফুল
ধাঁধা 121
ধাঁধা প্রশ্নঃ সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না।
উত্তর দেখুন ▼
উত্তরঃ জ্ঞান।
ধাঁধা 120
ধাঁধা প্রশ্নঃ হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ লজ্জাবতী
ধাঁধা 119
ধাঁধা প্রশ্নঃ সবকিছু সে পাড়ি দিয়ে যায়, নদীর পাশে গেলে থেমে যায়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ রাস্তা