100+ মজার বাংলা ধাঁধা উত্তর সহ ছবি – Dhadha With Answer

কখনো ভেবেছেন আপনার বুদ্ধি কতটা তীক্ষ্ণ ?

চলুন তবে কিছু মজার ধাঁধা কুইজ খেলার সাথে বুদ্ধির পরীক্ষা করা যাক।

চিন্তা নেই! এখানে প্রশ্নসহ ধাঁধার উত্তর দেওয়া হয়েছে। এছাড়া আপনি চাইলে পছন্দের ধাঁধাগুলি ছবি হিসেবে সেভ করে রাখতে পারেন।

ধাঁধা 127

সবসময় সে চলতে থাকে কারোর জন্য অপেক্ষা করে না - সে কে?
ধাঁধা প্রশ্নঃ সবসময় সে চলতে থাকে কারোর জন্য অপেক্ষা করে না - সে কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ সময়

ধাঁধা 126

এক গাছে তিন তরকারি বলো সে কোন গাছ ?
ধাঁধা প্রশ্নঃ এক গাছে তিন তরকারি বলো সে কোন গাছ ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কলাগাছ

ধাঁধা 125

কোন পাখির ডিম নেই বলো দেখি দাদা
ধাঁধা প্রশ্নঃ কোন পাখির ডিম নেই বলো দেখি দাদা ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বাদুর

ধাঁধা 124

তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে বলো তো সে কে ?
ধাঁধা প্রশ্নঃ তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে বলো তো সে কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ টাওয়েল/গামছা।

ধাঁধা 123

এমন একটি ফুল যে হয়, উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়।
ধাঁধা প্রশ্নঃ এমন একটি ফুল যে হয়, উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ লিলি ফুল

ধাঁধা 122

কোন চুড়ি খাওয়া যায় ?
ধাঁধা প্রশ্নঃ কোন চুড়ি খাওয়া যায় ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ খিচুড়ি

ধাঁধা 121

সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না।
ধাঁধা প্রশ্নঃ সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না।
উত্তর দেখুন ▼
উত্তরঃ জ্ঞান।

ধাঁধা 120

হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
ধাঁধা প্রশ্নঃ হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ লজ্জাবতী

ধাঁধা 119

সবকিছু সে পাড়ি দিয়ে যায়, নদীর পাশে গেলে থেমে যায়।
ধাঁধা প্রশ্নঃ সবকিছু সে পাড়ি দিয়ে যায়, নদীর পাশে গেলে থেমে যায়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ রাস্তা

ধাঁধা 118

মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়
ধাঁধা প্রশ্নঃ মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়
উত্তর দেখুন ▼
উত্তরঃ রোজা
15678919