100+ মজার বাংলা ধাঁধা উত্তর সহ ছবি – Dhadha With Answer

কখনো ভেবেছেন আপনার বুদ্ধি কতটা তীক্ষ্ণ ?

চলুন তবে কিছু মজার ধাঁধা কুইজ খেলার সাথে বুদ্ধির পরীক্ষা করা যাক।

চিন্তা নেই! এখানে প্রশ্নসহ ধাঁধার উত্তর দেওয়া হয়েছে। এছাড়া আপনি চাইলে পছন্দের ধাঁধাগুলি ছবি হিসেবে সেভ করে রাখতে পারেন।

ধাঁধা 97

কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?
ধাঁধা প্রশ্নঃ কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বৃষ্টি

ধাঁধা 96

কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায়না ?
ধাঁধা প্রশ্নঃ কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায়না ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ধোঁকা

ধাঁধা 95

কোন তাল গাছে ধরে না?
ধাঁধা প্রশ্নঃ কোন তাল গাছে ধরে না?
উত্তর দেখুন ▼
উত্তরঃ হরতাল

ধাঁধা 94

কোন জামা গাঁয়ে দেয় না?
ধাঁধা প্রশ্নঃ কোন জামা গাঁয়ে দেয় না?
উত্তর দেখুন ▼
উত্তরঃ পায়জামা

ধাঁধা 93

নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
ধাঁধা প্রশ্নঃ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ কাজল

ধাঁধা 92

ধাঁধা প্রশ্নঃ দাঁত আছে একাধিক কিন্তু কামরাতে অক্ষম - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ চিরুনি

ধাঁধা 91

ধাঁধা প্রশ্নঃ কোন জিনিসের আবিষ্কার দেওয়ালের ভেতর দিয়ে দেখা সক্ষম করেছে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ জানালা।

ধাঁধা 90

ধাঁধা প্রশ্নঃ হালকা আমি তুলার মত, তা সত্ত্বেও বীর-বলবানরা ৫ মিনিট ধরে রাখতে পারেনা - আমি কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ শ্বাস। কারণ বেশিক্ষণ শ্বাস স্তব্ধ করে রাখলে আমরা অবশ্যই মারা যাব।

ধাঁধা 89

ধাঁধা প্রশ্নঃ একটি অন্ধকার ঘরের শলাই, মোমবাতি ও হেরিকেন রয়েছে - আপনি আগে কোনটি জালানো?
উত্তর দেখুন ▼
উত্তরঃ দিয়াশলাই। কারণ শলাই জালনা ছাড়া মোমবাতি বা হ্যারিকেন জালানো সম্ভব হবে না।

ধাঁধা 88

ধাঁধা প্রশ্নঃ দেখতে হাতির মতো বিশাল কিন্তু ওজনে শূন্য - এমন কি হতে পারে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ হাতির ছায়া।
18910111219