ধাঁধা 93
ধাঁধা প্রশ্নঃ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ কাজল
ধাঁধা 91
ধাঁধা প্রশ্নঃ কোন জিনিসের আবিষ্কার দেওয়ালের ভেতর দিয়ে দেখা সক্ষম করেছে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ জানালা।
ধাঁধা 90
ধাঁধা প্রশ্নঃ হালকা আমি তুলার মত, তা সত্ত্বেও বীর-বলবানরা ৫ মিনিট ধরে রাখতে পারেনা - আমি কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ শ্বাস। কারণ বেশিক্ষণ শ্বাস স্তব্ধ করে রাখলে আমরা অবশ্যই মারা যাব।
ধাঁধা 89
ধাঁধা প্রশ্নঃ একটি অন্ধকার ঘরের শলাই, মোমবাতি ও হেরিকেন রয়েছে - আপনি আগে কোনটি জালানো?
উত্তর দেখুন ▼
উত্তরঃ দিয়াশলাই। কারণ শলাই জালনা ছাড়া মোমবাতি বা হ্যারিকেন জালানো সম্ভব হবে না।
ধাঁধা 88
ধাঁধা প্রশ্নঃ দেখতে হাতির মতো বিশাল কিন্তু ওজনে শূন্য - এমন কি হতে পারে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ হাতির ছায়া।