ধাঁধা 86
ধাঁধা প্রশ্নঃ আলুর মায়ের তিন ছেলে, পটল ও লঙ্কা - তৃতীয় ছেলের নাম কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আলু।
ধাঁধা 85
ধাঁধা প্রশ্নঃ আমি যতই স্পষ্ট হয় তুমি ততই অস্পষ্ট দেখো - আমি কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ অন্ধকার।
ধাঁধা 84
ধাঁধা প্রশ্নঃ সম্পূর্ণ ঘর ভরে দেই কিন্তু বিন্দুমাত্র জায়গা নেই না - আমি কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ লাইটের আলো।
ধাঁধা 83
ধাঁধা প্রশ্নঃ ডানা নেই তবু উড়তে পারি, চোখ নেই তবু কানতে পারি - আমি কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মেঘ।
ধাঁধা 82
ধাঁধা প্রশ্নঃ টাকা দ্বিগুণ করার সবচেয়ে সহজ উপায় কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ টাকাগুলোকে আয়নার সামনে রাখুন। আয়নার প্রতিবিম্বের আপনার টাকা অত্যন্ত দ্বিগুণ দেখা যাবে।
ধাঁধা 81
ধাঁধা প্রশ্নঃ সাগর রয়েছে কিন্তু জল নেই - এমন কোথায় সম্ভব?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মানচিত্রে।
ধাঁধা 80
ধাঁধা প্রশ্নঃ উপরে যায় আবার নিচেও আসে, কিন্তু বিন্দুমাত্র নড়াচড়া করে না - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ সিঁড়ি।
ধাঁধা 79
ধাঁধা প্রশ্নঃ তুমি যত বের করে নাও আমি ততোই বড় হই - আমি কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ গর্ত। গর্ত থেকে যতই বের করা হবে, এটি ততই সুদীর্ঘ হবে
ধাঁধা 78
ধাঁধা প্রশ্নঃ শহর রয়েছে বাড়ি নেই, জঙ্গল রয়েছে গাছ নেই, নদী রয়েছে জল নেই - আমি কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মানচিত্র বা ম্যাপ।