ধাঁধা 77
ধাঁধা প্রশ্নঃ কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে তা শূন্য হয়ে যায়?
উত্তর দেখুন ▼
উত্তরঃ চার। চার (৪) কে মাঝখান থেকে দুই টুকরো করলে শূন্য হয়ে যাবে।
ধাঁধা 74
ধাঁধা প্রশ্নঃ কালো থাকলে পরিষ্কার, সাদা হলেই নাকি নোংরা - বলুন তো কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ব্ল্যাকবোর্ড। চক দিয়ে দীর্ঘ সময় লেখার পর সাদা হয়ে যায়, তাই পুনরায় ব্যবহার করার জন্য মুছতে হয়।
ধাঁধা 72
ধাঁধা প্রশ্নঃ রাখতে হয় আগলে, কিন্তু না ভাঙ্গা অব্দি কাজেও লাগে না - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ডিম।
ধাঁধা 71
ধাঁধা প্রশ্নঃ এক সাথে সাতটা রঙ, কোথায় থাকে বলো। না পারলে বুঝবো, তুমি বিজ্ঞানে নও ভাল।
উত্তর দেখুন ▼
উত্তরঃ রঢোণধনু
ধাঁধা 70
ধাঁধা প্রশ্নঃ একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই। দুটি পেলে, হবে চাষী ভাই।
উত্তর দেখুন ▼
উত্তরঃ বলদ
ধাঁধা 68
ধাঁধা প্রশ্নঃ আমি নিজে কিছু খাইনা , আমি নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ চামচ
ধাঁধা 67
ধাঁধা প্রশ্নঃ আমি তোমার পুরো ঘর ভোরে দিতে পারি কোনো জায়গা না নিয়েই ! বলো আমি কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আলো