ধাঁধা প্রশ্নঃ কোন শব্দটিকে সব সময় ভুল বলা হয়?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ ভুল
ধাঁধা প্রশ্নঃ জ্বলছে তবু পুড়ছে না, কোন সে প্রাণী বলো তা।
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ জোনাকি
ধাঁধা প্রশ্নঃ শীত কালে যার নেইকো মান, গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ পাখা
ধাঁধা প্রশ্নঃ কোথাও কোন জল দেখিনা মাঠের মাঝে জল, চার অক্ষরের নাম তার কী এমন সে ফল?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ তরমুজ
ধাঁধা প্রশ্নঃ এক থালা সুপারী গুণতে পারে কোন ব্যাপারী?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ আকাশের তারা ।
ধাঁধা প্রশ্নঃ তলে মাটি উপরে মাটি, তার মধ্যে সুন্দর বেটি।
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ হলুদ
ধাঁধা প্রশ্নঃ কোন বিলে জল নেই?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ টেবিল
ধাঁধা প্রশ্নঃ ছোট বেলায় লম্বা, বড়ো হলে বেটে , বলো আমি কে ?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ মোমবাতি
ধাঁধা প্রশ্নঃ কোন বরকে সবাই চায় ?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ খবর
ধাঁধা প্রশ্নঃ এমন কি জিনিস পা আছে কিন্তু হাঁটতে পারে না ?
উত্তর দেখুন ▼
উত্তর লুকান ▲
উত্তরঃ টেবিল