ধাঁধা 56
ধাঁধা প্রশ্নঃ সব সময় আমাদের সামনে থাকে কিন্তু দেখতে পারি না - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আমাদের ভবিষ্যৎ
ধাঁধা 53
ধাঁধা প্রশ্নঃ বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায় - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ খিচুড়ি
ধাঁধা 52
ধাঁধা প্রশ্নঃ শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে পায় সু-সম্মান - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ পাখা
ধাঁধা 51
ধাঁধা প্রশ্নঃ হাত নেই পা নেই তবু সে চলে, অনাহরে মরে মানুষ এর অভাবে - বলুন তো কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ টাকা
ধাঁধা 50
ধাঁধা প্রশ্নঃ পাঁচ মেয়েকে তুলে দিল বত্রিশ জনের ঘাড়ে দূরে ছিল কর্তা-দিদা টেনে নিল ঘরে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ খাবার খাওয়া। হাতের পাঁচ আঙ্গুল দিয়ে খাওয়া হয়, সেই খাবার ৩২ দাঁত দিয়ে চাবানো হয়।
ধাঁধা 48
ধাঁধা প্রশ্নঃ ছোট ছোট বেনো বনে কত হরিণ চড়ে দশ শিকারীর দল খোঁজে তায় দুই শিকারী মারে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ উকুন। ১০ আঙ্গুল দিয়ে খুঁজে, দুই আঙ্গুল দিয়ে মারা হয়।
ধাঁধা 47
ধাঁধা প্রশ্নঃ গণপতি নয় তবে সেও গুণধর একদন্ড বলা যায় লম্বা দেহ ধর - বলতে পারেন কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ঢেঁকি। ঢেঁকি লম্বা ও ভারী হয়, যা চাল ও অন্যান্য জিনিস গুঁড়ো করতে কাজে লাগে।