ধাঁধা 46
ধাঁধা প্রশ্নঃ এখান থেকে দিলাম বৃষ্টি ঐ গাছটি বড়ই মিষ্টি - বলুনতো কি গাছ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আখ গাছ।
ধাঁধা 45
ধাঁধা প্রশ্নঃ বনের মাঝে আলো করা সুন্দর সে টিয়া, সোনার মুকুট মাথায় দিয়ে এলো বাহিরিয়া - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আনারস
ধাঁধা 44
ধাঁধা প্রশ্নঃ পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়
উত্তর দেখুন ▼
উত্তরঃ বাতাস
ধাঁধা 43
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বাসন
ধাঁধা 42
ধাঁধা প্রশ্নঃ প্রাণ নেই, বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে - বলুনতো কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ছায়া
ধাঁধা 41
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায় - বলুনতো কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বিছানা। প্রথম অক্ষর বাদ দিলে “ছানা”, আর শেষ অক্ষর বাদ দিলে “বিছা”।
ধাঁধা 40
ধাঁধা প্রশ্নঃ পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ নৌকা
ধাঁধা 39
ধাঁধা প্রশ্নঃ চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ চাঁদ-সূর্য ।
ধাঁধা 38
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষর নাম, বাঙ্গালীরা খায় মাঝের অক্ষর গেলেও একই জিনিস হয়, প্রথম অক্ষর বাদ দিলে শীত পোশাক হয় শেষের অক্ষর বাদ দিলে চীনের খাদ্য হয়
উত্তর দেখুন ▼
উত্তরঃ চাউল
ধাঁধা 37
ধাঁধা প্রশ্নঃ বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না কোন সে দেশে জলও নাই মানুষ থাকে না
উত্তর দেখুন ▼
উত্তরঃ সন্দেশ