ধাঁধা 36
ধাঁধা প্রশ্নঃ কৃষ্ণবর্ণ তণুখান গুটি ছয় পা চুপচাপ রক্ত খায় নাহি কাটে রা
উত্তর দেখুন ▼
উত্তরঃ উকুন
ধাঁধা 35
ধাঁধা প্রশ্নঃ দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
উত্তর দেখুন ▼
উত্তরঃ জামা
ধাঁধা 34
ধাঁধা প্রশ্নঃ দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ পান
ধাঁধা 33
ধাঁধা প্রশ্নঃ আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ পরীক্ষার ফল।
ধাঁধা 32
ধাঁধা প্রশ্নঃ দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়, যায় চলে বছর।
উত্তর দেখুন ▼
উত্তরঃ ঘড়ি
ধাঁধা 31
ধাঁধা প্রশ্নঃ জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কচুরি পানা
ধাঁধা 30
ধাঁধা প্রশ্নঃ আমি তুমি একজন দেখিতে এক রুপ, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ নিজের ছবি
ধাঁধা 29
ধাঁধা প্রশ্নঃ হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ মেয়েদের হাতের চুঁড়ি
ধাঁধা 28
ধাঁধা প্রশ্নঃ উল্টোলে ধাতু হয়, সোজাতে জননী, কোন শব্দ বলে তাকে বলতো শুনি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ তামা ।
ধাঁধা 26
ধাঁধা প্রশ্নঃ বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ব্যাঙ।