ধাঁধা 25
ধাঁধা প্রশ্নঃ একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭জন ছেলে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে - পরিবারে মোট সদস্য সংখ্যা কত?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ১০ জন
ধাঁধা 24
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম যার জলে বাস করে প্রথম অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ "মাগুর" মাছ
ধাঁধা 23
ধাঁধা প্রশ্নঃ সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজের - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মাটির হাঁড়ি
ধাঁধা 22
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ - কোন জায়গা?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আসাম, ভারত
ধাঁধা 21
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায় - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বিছানা
ধাঁধা 20
ধাঁধা প্রশ্নঃ জলের জন্তু নয় তবুও জলে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ নৌকা
ধাঁধা 19
ধাঁধা প্রশ্নঃ এ হে হে হে হে তোমার গা ছুঁয়ে গেল কে? বুজতে পারলে বলুন কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বাতাস
ধাঁধা 18
ধাঁধা প্রশ্নঃ রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ দাবা খেলা