ধাঁধা 15
ধাঁধা প্রশ্নঃ তিন র্বণে নাম তার রসাল এক ফল, মধ্যবর্ণ বাদ দিলে হয় যে আরেক ফল - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কমলা
ধাঁধা 14
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ তামাক
ধাঁধা 13
ধাঁধা প্রশ্নঃ মাঠ থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ পেঁয়াজ ।
ধাঁধা 12
ধাঁধা প্রশ্নঃ সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় নাশ - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মেঘ
ধাঁধা 11
ধাঁধা প্রশ্নঃ যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে - কোন প্রাণী?
উত্তর দেখুন ▼
উত্তরঃ বাদুর।
ধাঁধা 10
ধাঁধা প্রশ্নঃ চার পায়ে বসে, আঁট পায়ে চলে। রাক্ষস নয় কিন্তু গোটা মানুষ গিলে - কি?
উত্তর দেখুন ▼
উত্তরঃ পালকি
ধাঁধা 6
ধাঁধা প্রশ্নঃ জিনিস আপনার, কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করে - কি?
উত্তর দেখুন ▼
Answer: আপনার নাম