ধাঁধা 4
ধাঁধা প্রশ্নঃ চারিদিকে জল নেই, মাঠের মাঝে সবুজ। চার অক্ষরের নাম তার - সে কোন ফল?
উত্তর দেখুন ▼
Answer: তরমুজ।
ধাঁধা 3
ধাঁধা প্রশ্নঃ এমন সে বস্তু পৃথিবীতে নেই, কিন্তু তোমার আমার মুখের কথায় আছে - সেটা কি?
উত্তর দেখুন ▼
Answer: ঘোড়ার ডিম।
ধাঁধা 2
ধাঁধা প্রশ্নঃ হাত নেই পা নেই লেজ আছে, যেখানে সেখানে ছোটে জলে মাঠে গাছে - কি?
উত্তর দেখুন ▼
Answer: সাপ
ধাঁধা 1
ধাঁধা প্রশ্নঃ শৈশবে সে বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে দাড়ির জটা মাঝখানে সুরঙ্গ - কি?
উত্তর দেখুন ▼
Answer: বাঁশ