ধাঁধা-165
ধাঁধা প্রশ্নঃ কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ প্রাণীটি হলো মশা আর খাঁচা হলো মশারি ।
ধাঁধা-164
ধাঁধা প্রশ্নঃ রাত্রির অন্ধকারে যায় যার ঘরে সেই বাড়ির সকল লোক সকালে উঠিয়া কান্নাকাটি করে
উত্তর দেখুন ▼
উত্তরঃ চোর ।
ধাঁধা-163
ধাঁধা প্রশ্নঃ ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য কিবা সেই ফল তাড়াতাড়ি বল
উত্তর দেখুন ▼
উত্তরঃ বেল ।
ধাঁধা-162
ধাঁধা প্রশ্নঃ আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে ! বলুনতো কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ উকুন ।
ধাঁধা-161
ধাঁধা প্রশ্নঃ তার শরীর নেই তবু ভালো, তাকে ছাড়া জগৎ কালো, বলুন সে কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আলো ।
ধাঁধা-160
ধাঁধা প্রশ্নঃ মানুষ আমাকে পছন্দ করেনা কিন্তু আমাকে দেখলেই হাততালি দেয় আমি কে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ আমি মশা ।
ধাঁধা-159
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে ছেলেদের নাম হয় প্রথম অক্ষর বাদ দিলে দেশের নাম হয় বলুনতো নামটি কি ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ শচীন । এখানে শচীন একটি ছেলের নাম আর প্রথম অক্ষর বাদ দিলে চীন একটি দেশের নাম ।
ধাঁধা-158
ধাঁধা প্রশ্নঃ কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ ঘুমিয়ে আছেন ?