ধাঁধা-157
ধাঁধা প্রশ্নঃ আমরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি কার সাথে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ নিজের সাথে ।
ধাঁধা-155
ধাঁধা প্রশ্নঃ শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পন্ডিত কয় যা বুঝেছ তা নয়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ দরজার খিল ।
ধাঁধা-154
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরের নাম তার গুরু মশাই নয় প্রথম অক্ষর বাদ দিলে মানবদেহে রয় ।
উত্তর দেখুন ▼
উত্তরঃ চাবুক ।
ধাঁধা-153
ধাঁধা প্রশ্নঃ ঘোষবাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায় তবুও তিনি নিরামিষভোজী কিভাবে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মুরগিটি ঘোষ বাবুর পোষা মুরগি ।
ধাঁধা -152
ধাঁধা প্রশ্নঃ ব্রেকফাস্ট করার সময় আপনি কি কি খেতে পারবেন না ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ লাঞ্চ / ডিনার।
ধাঁধা-151
ধাঁধা প্রশ্নঃ পড়াশোনায় দিচ্ছো না তো ফাঁকি , বলতো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কিছুইনা /শুন্য ।
ধাঁধা -150
ধাঁধা প্রশ্নঃ সবার কাছেই রয়েছে, কারোর খুব ছোট কারোর অনেক বড় - বলো তা কি ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মন ।