100+ মজার বাংলা ধাঁধা উত্তর সহ ছবি – Dhadha With Answer

কখনো ভেবেছেন আপনার বুদ্ধি কতটা তীক্ষ্ণ ?

চলুন তবে কিছু মজার ধাঁধা কুইজ খেলার সাথে বুদ্ধির পরীক্ষা করা যাক।

চিন্তা নেই! এখানে প্রশ্নসহ ধাঁধার উত্তর দেওয়া হয়েছে। এছাড়া আপনি চাইলে পছন্দের ধাঁধাগুলি ছবি হিসেবে সেভ করে রাখতে পারেন।

ধাঁধা-157

আমরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি কার সাথে ?
ধাঁধা প্রশ্নঃ আমরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি কার সাথে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ নিজের সাথে ।

ধাঁধা-156

দুটির একই অর্থ হবে ওটা কি সাপ ? সে কবে আসছে ?
ধাঁধা প্রশ্নঃ দুটির একই অর্থ হবে ওটা কি সাপ ? সে কবে আসছে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কাল ।

ধাঁধা-155

শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পন্ডিত কয় যা বুঝেছ তা নয়।
ধাঁধা প্রশ্নঃ শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পন্ডিত কয় যা বুঝেছ তা নয়।
উত্তর দেখুন ▼
উত্তরঃ দরজার খিল ।

ধাঁধা-154

তিন অক্ষরের নাম তার গুরু মশাই নয় প্রথম অক্ষর বাদ দিলে মানবদেহে রয় ।
ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরের নাম তার গুরু মশাই নয় প্রথম অক্ষর বাদ দিলে মানবদেহে রয় ।
উত্তর দেখুন ▼
উত্তরঃ চাবুক ।

ধাঁধা-153

ঘোষবাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায় তবুও তিনি নিরামিষভোজী কিভাবে ?
ধাঁধা প্রশ্নঃ ঘোষবাবু প্রতিদিন মুরগির সাথে রুটি খায় তবুও তিনি নিরামিষভোজী কিভাবে ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মুরগিটি ঘোষ বাবুর পোষা মুরগি ।

ধাঁধা -152

ব্রেকফাস্ট করার সময় আপনি কি কি খেতে পারবেন না ?
ধাঁধা প্রশ্নঃ ব্রেকফাস্ট করার সময় আপনি কি কি খেতে পারবেন না ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ লাঞ্চ / ডিনার।

ধাঁধা-151

পড়াশোনায় দিচ্ছো না তো ফাঁকি , বলতো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি ?
ধাঁধা প্রশ্নঃ পড়াশোনায় দিচ্ছো না তো ফাঁকি , বলতো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কিছুইনা /শুন্য ।

ধাঁধা -150

সবার কাছেই রয়েছে, কারোর খুব ছোট কারোর অনেক বড় - বলো তা কি ?
ধাঁধা প্রশ্নঃ সবার কাছেই রয়েছে, কারোর খুব ছোট কারোর অনেক বড় - বলো তা কি ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মন ।

ধাঁধা-149

কোন কার চলে না ?
ধাঁধা প্রশ্নঃ কোন কার চলে না ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কুকার ।

ধাঁধা-148

কোন রুমের দরজা নেই ?
ধাঁধা প্রশ্নঃ কোন রুমের দরজা নেই ?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মাশরুম ।
12345619