ধাঁধা-147
ধাঁধা প্রশ্নঃ “কোন প্রাণী বল দেখি ছয় পায়ে হাঁটে, ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে ঘাটে”।
উত্তর দেখুন ▼
উত্তরঃ পিঁপড়ে ।
ধাঁধা-146
ধাঁধা প্রশ্নঃ বাবার নাম কারেন্ট, মায়ের নাম বিজলি, ছেলের নাম বিদ্যুৎ, মেয়ের নাম মিটার, তাহলে মেয়ের শাশুরি নাম কি হবে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ লোডশেডিং।
ধাঁধা-145
ধাঁধা প্রশ্নঃ কাকে দুই বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়।সে কে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ মামা ।
ধাঁধা-142
ধাঁধা প্রশ্নঃ আসছে কথা ভাসছে কথা কানের থেকে কানে বেতার জিনিস আসলে কী বুদ্ধিমানেই জানে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ মোবাইল ।
ধাঁধা-141
ধাঁধা প্রশ্নঃ কোন বিদেশি ভাষা ? নাম চার অক্ষরে, দ্বিতীয় কেটে দেখ জলে বাস করে।
উত্তর দেখুন ▼
উত্তরঃ ইংলিশ ।
ধাঁধা-140
ধাঁধা প্রশ্নঃ ‘আমি হাসাই আমি কাঁদাই, নই আমি প্রাণি। দেখতে এসে সবাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’
উত্তর দেখুন ▼
উত্তরঃ সিনেমা / নাটক
ধাঁধা-139
ধাঁধা প্রশ্নঃ ‘একটা মাথা তিনটা পা, চললে বলি আগে আগে। থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায়।’
উত্তর দেখুন ▼
উত্তরঃ সিলিং ফ্যান ।
ধাঁধা-138
ধাঁধা প্রশ্নঃ কোন প্রশ্ন যার উত্তর সব সময় পরিবর্তিত হতে থাকে?
উত্তর দেখুন ▼
উত্তরঃ কয়টা বাজে !